কলকাতা: সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ধরতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এভং ডিজিপি-র থেকে রিপোর্ট তলব করেছেন বলে জানিয়েছেন তিনি। ঘটনার বিস্তারিক রিপোর্ট নিয়ে রাজ্য প্রশাসনের দুই আধিকারিককে দেখা করতে বলেছেন বলে জানিয়েছেন তিনি। দেখার করার জন্য স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি সময় চেয়েছেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। এ বিষয়ে সিভি আনন্দ বোস বলেছেন, “তাঁরা আমার কাছ থেকে সময় চেয়েছে। আমি তাঁদেরকে সময় দেবো আমি বলেছি। বিস্তারিত রিপোর্ট নিয়ে আমার সঙ্গে দেখা করতে বলেছি।”
সন্দেশখালির এই ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও জানিয়েছেন সিভি আনন্দ বোস। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি সমস্ত ঘটনার উপর নজর রাখছি এবং নিজে বিশ্লেষণ করছি যথা সময় আপনাদের জানাব।” তবে সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী কথা হয়েছে, সে ব্যাপারে মুখ খুলতে রাজি হননি রাজ্যপাল। তিনি বলেছেন, “এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কী কথা হয়েছে, তা যথাসময়ে আমি প্রকাশ্যে আনব। আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছি।”
শনিবার আহত ইডি আধিকারিকদের দেখতে সল্টলেকের হাসপাতালে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আহতদের সঙ্গে দেখা করে বেরিয়ে সন্দেশখালির ঘটনা নিয়ে ক্ষোভ গোপন করেননি তিনি। ‘লজ্জাজনক’ এই ঘটনা ‘বরদাস্ত’ করা যায় না বলেও জানিয়েছেন তিনি।