আগামী বছর পুজোয় লম্বা ছুটি সরকারি কর্মীদের, সারা বছর কোন কোন দিন ছুটি থাকছে, দেখে নিন

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 23, 2024 | 10:59 AM

Holiday List: দোলযাত্রাতেও টানা ছুটি থাকছে কর্মীদের। ১৪ মার্চ ছুটি থাকছে, পাশাপাশি ১৫ মার্চও ছুটি থাকছে। তার পরের দিন আবার রবিবার। অর্থাৎ একটানা তিন দিনের ছুটি।

আগামী বছর পুজোয় লম্বা ছুটি সরকারি কর্মীদের, সারা বছর কোন কোন দিন ছুটি থাকছে, দেখে নিন

Follow Us

কলকাতা: শুধুমাত্র জাতীয় ছুটির দিনগুলোতেই নয়, প্রতিটি রাজ্যেই রাজ্য সরকারের কিছু নির্দিষ্ট ছুটি থাকে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আরও বেশ কিছু ছুটি যোগ হয়েছে সেই তালিকায়। ২০২৪-এর ডিসেম্বরের আগেই ২০২৫-এর ছুটির তালিকা সামনে এল এবার। সেখানে দেখা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা বেশ দীর্ঘ।

আগামী বছর পুজোর ছুটি শুরু হচ্ছে চতুর্থী থেকে। ষষ্ঠী রবিবার, এমনিতেই ছুটি। তাই সেটা তালিকায় নেই। একাদশী পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। আর দ্বাদশী হল রবিবার। এর পরের সোমবার লক্ষ্মীপুজোর ছুটি, তার পরেরদিনও ছুটি। অর্থাৎ চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পর দু’দিন পর্যন্ত টানা ছুটি রাজ্য সরকারি কর্মীদের।

এরপর অফিস খুললেও আবার একটানা ছুটি মিলবে কালীপুজোর সময়। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি। কালীপুজোর দিন তো ছুটি থাকেই, তার পরের দু’দিন রাজ্য সরকারি কর্মীদের ছুটি। ২৩ তারিখ ভাইফোঁটা। তার পরেরদিনও ছুটি রাজ্য সরকারি কর্মীদের। এর পরের দিন হল শনিবার। অর্থাৎ আবারও শনি-রবির ছুটি থাকছে। তারপর সোমবার ও মঙ্গলবার (২৭-২৮ অক্টোবর) ছটের জন্য ২দিন ছুটি রাজ্য সরকারি কর্মীদের।

দোলযাত্রাতেও টানা ছুটি থাকছে কর্মীদের। ১৪ মার্চ ছুটি থাকছে, পাশাপাশি ১৫ মার্চও ছুটি থাকছে। তার পরের দিন আবার রবিবার। অর্থাৎ একটানা তিন দিনের ছুটি।

এনআই অ্যাক্ট অনুযায়ী, জানুয়ারি মাসে ২ দিন ছুটি। এছাড়াও একদিন ছুটি প্রকাশ পরব উপলক্ষে। ফেব্রুয়ারিতে ৩, ৬, ১৪ ও ২৬- মোট চারদিন ছুটি। মার্চে ১৪, ১৫, ২৭, ৩১- চারদিন ছুটি। এপ্রিল মাসে ছুটির সংখ্যা ৬। ১, ১০, ১৪, ১৫, ১৮ ও ১৯ তারিখ ছুটি থাকবে।

মে মাসে ১, ৯, ১২, তারিখ ছুটি। জুন মাসে ৬, ৭, ২৭ ও ৩০ তারিখ ছুটি। জুলাই মাসে কোনও ছুটি নেই, অগস্ট মাসে ৯ ও ১৫ তারিখ ছুটি। সেপ্টেম্বরে ৫, ২৬, ২৭, ২৯, ৩০ তারিখ ছুটি। অক্টোবরে ১, ২, ৩, ৪, ৬, ২০, ২৩, ২৭, ২৮ তারিখ ছুটি। নভেম্বরে ৫ ও ১৫ তারিখ ছুটি, ডিসেম্বরে ছুটি থাকবে শুধুমাত্র ২৫ তারিখ।

Next Article
Behala Hospital: বাথরুমে ঢুকিয়ে এলোপাথাড়ি মার নার্সদের, রাতভর বেহালার হাসপাতালে তাণ্ডব কয়েক’শো দুষ্কৃতীর
Trinamool Congress: রবি শাস্ত্রী-সোবার্স-যুবরাজ সিং…. এবার তৃণমূল!