কলকাতা: সামনেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023)। পড়ুয়াদের শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা বলতে এই মাধ্যমিক পরীক্ষাই। আর এই পরীক্ষা ব্য়বস্থা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বড় পদক্ষেপ মধ্য শিক্ষা পর্ষদের (WBBSE)। এবার সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা (CCTV Surveillance) রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কম্পোজিট গ্র্যান্ট থেকে এই সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে। তবে রাজ্যের সব স্কুলগুলিতে এখনও পর্যাপ্ত পরিকাঠামো নেই বলেই খবর। এদিকে মাধ্যমিক পরীক্ষার আগে হাতে বেশি সময়ও নেই। তাই যেসব স্কুলের পক্ষে এবার সম্ভব নয়, তারা যেন পরের বার মাধ্যমিক পরীক্ষার আগে এই ব্যবস্থা করে ফেলে সেই মর্মেও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরার নজরদারি রাখা এই প্রথম নয়। এর আগেও রাজ্যের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র, যেগুলি মূলত স্পর্শকাতর বলে চিহ্নিত, এতদিত পর্যন্ত শুধুমাত্র বাছাই করা এমন কিছু পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হত। এই নজরদারির প্রধান কারণ হল, যাতে পরীক্ষা ব্যবস্থা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। অতীতে বিভিন্ন সময়ে মাধ্যমিক পরীক্ষার সময় নকলের অভিযোগ উঠেছে। সেই সব কড়া হাতে সামাল দেওয়ার জন্যই এই সিসিটিভি নজরদারি। তবে এবার রাজ্যের সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতে এই সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থা করতে বলা হয়েছে।
এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি থেকে। চলবে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষার্থীদের হাতে সময় বলতে আর দেড় মাস। ইতিমধ্যেই মধ্য শিক্ষা পর্ষদের তরফে পরীক্ষার্থীদের মাধ্যমিকের প্রস্তুতির জন্য টেস্ট পেপার প্রকাশ করা হয়েছে। সেই টেস্ট পেপার সব মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে এবার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে নজরদারি আরও বাড়ানোর জন্য তৎপরতা শুরু মধ্য শিক্ষা পর্ষদের তরফে। সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিকে এবার সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় নিয়ে আসতে চাইছে পর্ষদ।