কলকাতা: রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন। পরীক্ষার রুটিনে দিন অপরিবর্তিত থাকলেও, বদলে যাচ্ছে পরীক্ষা শুরুর সময়। আগের সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টায়। শেষ হওয়ার কথা ছিল দুপুর ৩টে ১৫ মিনিটে। তবে সেই সময়সূচিতে বড় বদল আনা হল এবার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন সময়সূচির কথা জানানো হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, দুপুর ১২টার অনেক আগেই শুরু হয়ে যাবে পরীক্ষা। প্রতিদিন সকাল ৯ টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত।
ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, সঙ্গীত, স্বাস্থ্য ও শারীর শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে। এই পরীক্ষাগুলিও শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। ২ ঘণ্টার পরীক্ষা শেষ হবে বেলা ১১টা ৪৫ মিনিটে।
কী কারণে এই পরিবর্তন আনা হল, সেই বিষয়ে এখনও পর্যন্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে সংসদ সূত্র মারফত জানা যাচ্ছে, পরীক্ষার্থীদের সুবিধার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তের পর মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে শিক্ষা মহল থেকে। একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, সমালোচনাও করতে ছাড়ছে না অপর একাংশ।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী যেমন বলছেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তনের বাস্তব কোনও কারণ রয়েছে বলে জানা নেই। দুপুর ১২ টা থেকে ৩টে ১৫ মিনিট, যা আগের সময়সূচি ছিল, সেটি নিয়ে কারও তো আপত্তি ছিল না। তাহলে কেন এই হঠাৎ পরিবর্তন?’
উল্টে তাঁর যুক্তি, পরীক্ষার সময় এগিয়ে আসার ফলে ছাত্র-ছাত্রীদের অসুবিধে হবে। পরীক্ষার আগে সকাল বেলা ছাত্রছাত্রীরা পড়াশোনা করার সময় পাবে না বলেই মনে করছেন কিংকর অধিকারী।