কলকাতা: রবিবারের বৃষ্টিতে স্বস্তি এসেছে বাংলাজুড়ে। কোথাও ভারী বৃষ্টি হয়েছে, কোথাও আবার বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত। তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই আর্দ্রতা মাখানো প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি মিলেছে। সবথেকে বড় স্বস্তি, এদিন শহর কলকাতায় বাজের গর্জন প্রায় শোনা যায়নি বললেই চলে। অর্থাৎ এর থেকে স্পষ্ট মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে বাংলায় প্রবেশ করেছে। বজ্রগর্ভ মেঘ নয়, মৌসুমী বায়ুর যশেই এদিন ভিজেছে বাংলা।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ১৫ তারিখ অবধি বৃষ্টিপাত চলবে কলকাতা-সহ বিভিন্ন জেলাতে। যেহেতু নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশা হয়ে ঝাড়খন্ড, ছত্তীসগঢ়ের দিকে সরবে, তাই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অনেক বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পূর্বাভাস।
আরও পড়ুন: হন্তদন্ত হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাজীব, বলে গেলেন ‘আজ কোনও কথা নয়’
তবে এ বছর আশাব্যঞ্জক ঘটনা, কেরলে বর্ষা দু’দিন দেরিতে ৩ জুন প্রবেশ করেছিল। এর ১০ দিনের মধ্যেই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় বর্ষা ঢুকে পড়েছে। ২৭ জুন দিল্লিতে বর্ষা ঢোকে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই রাজধানীতে বর্ষার প্রবেশ হবে। ফলে শুধু বাংলাই নয় দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ থেকে মিলবে স্বস্তি।