কলকাতা: টানা কয়েকদিন ধরে তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা (Kolkata) থেকে জেলা। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে ৩৩ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কোটায়। তবে এই স্বস্তি খুব বেশিদিন স্থায়ী হবে না। বৃষ্টির পালা শেষ হলেই ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়তে পারে ভ্যাপসা গরম। রবিবার এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস (Alipore Weather Office)।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া যেখানে দিন কয়েক আগে দেশের উষ্ণতম স্থানের তকমা পেয়েছিল, সেই জেলারও তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। আগামী ৩ দিন কলকাতা সহ জেলার তাপমাত্রা স্বাভাবিকের আশপাশেই থাকবে। ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ ফের ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোটায় পৌঁছতে পারে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিসের রিপোর্ট মোতাবেক, সোমবার থেকে ১-২ ডিগ্রি সেলসিয়াস করে ধীরে-ধীরে বাড়বে তাপমাত্রা এবং বৃষ্টির পরিমাণ কমবে। যেমন, শ্রীনগরে সোমবার তাপমাত্রা উঠতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের প্রথম দিন বীরভূমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রা ১-২ ডিগ্রি করে বাড়বে। একইভাবে অন্যতম উষ্ণতম স্থান, বাঁকুড়ায় সোমবার হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রা বাড়বে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। সবমিলিয়ে, আগামী ৬ দিনে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আবার ৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছবে এবং কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত উঠবে। ফলে ফের ভ্যাপসা গরমে নাজেহাল হবে বঙ্গবাসী। তবে তাপমাত্রা বাড়লেও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। অন্তত এপ্রিলের শেষ পর্যন্ত ফের তাপপ্রবাহের আশঙ্কা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।