কলকাতা : দুর্গা পুজোয় বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ খুব বেশি না হলেও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট পুজোর আনন্দে ব্যাঘাত ঘটিয়েছে। বিসর্জনের রাতে হড়পা বানে ভয়াবহ দুর্ঘটনাও ঘটে গিয়েছে। এবার কালীপুজোয় ফের বৃষ্টির আশঙ্কা। আর দিন সাতেক বাদেই কালীপুজো ও দীপাবলীর উৎসবে মাতবে বঙ্গবাসী। তার আগে আবহাওয়া দফতরের তরফে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হল। কোথায় কোথায় কতটা বৃষ্টি, তার বিস্তারিত তথ্য এখনও দেওয়া হয়নি, তবে নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হল স্পষ্টভাবেই। সোমবার সাংবাদিক বৈঠকে সেই তথ্য জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
হাওয়া অফিসের রিপোর্টে বলা হয়েছে, আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে যাবে বলে জানানো হয়েছে। আর সেই ঘূর্ণাবর্তের জেরেই আগামী বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ। চলতি সপ্তাহের শেষে শনিবার দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে বলে জানা গিয়েছে। এরপর এই সিস্টেম বাঁক নিতে পারে। তার জেরে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে কোনওভাবেই সুপার সাইক্লোন হচ্ছে না। বাংলায় কোথায় কেমন বৃষ্টি হবে, তা দু একদিনের মধ্যেই জানিয়ে দেবে আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আগামী দুই দিনে বাকি বাংলা থেকেও বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রূকুটি থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর। আগামী কয়েকদিন সাগরের পরিস্থিতি কেমন থাকে, তার উপরই নির্ভর করছে কালীপুজোর বাঙালির আনন্দে কতটা প্রভাব ফেলতে পারে বৃষ্টি।