Weather Update: ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়! রবিবার কলকাতা-সহ ৫ জেলা হতে পারে লণ্ডভণ্ড, মঙ্গলবার পর্যন্ত রইল হাওয়া-আপডেট

Kaamalesh Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 26, 2024 | 11:40 AM

Weather Update: গোটা বাংলাতেই প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের, আবহাওয়া দফতর অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে। কী ভাবে কতটা ক্ষমতা নিয়ে আসছে এই ঘূর্ণিঝড়, কী বলছেন আবহাওয়াবিদরা?

Weather Update: ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়! রবিবার কলকাতা-সহ ৫ জেলা হতে পারে লণ্ডভণ্ড, মঙ্গলবার পর্যন্ত রইল হাওয়া-আপডেট
রেমালের সতর্কতা, কবে কোথায় বিপদ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সময় কমছে, ধেয়ে আসছে দুর্যোগ। ইয়াসের তিন বছরের বর্ষপূর্তিতেই সাগরে আবার ঘূর্ণিঝড়।  গোটা বাংলাতেই প্রভাব পড়বে ঘূর্ণিঝড় রেমালের, আবহাওয়া দফতর অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে। কী ভাবে কতটা ক্ষমতা নিয়ে আসছে এই ঘূর্ণিঝড়, কী বলছেন আবহাওয়াবিদরা?

রবিবার

রবিবার লাল সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়। লাল সতর্কতা জারি রয়েছে পূর্ব মেদিনীপুরেও। ৯০ কিলোমিটার বেগে কলকাতায় বইবে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনায় প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে সর্বোচ্চ ৮০ কিলোমিটার  বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

সোমবার 

ঘূর্ণিঝড় এবার ওপরের দিকে উঠবে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায় তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলায় সোমবার সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

সোমবার বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি। সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় হতে পারে।

মালদহ, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলায় সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কোচবিহার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার

মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত থাকবে এই ঝড়ের প্রভাব।

উল্লেখ্য, আয়লার ১৫ বছরের পূর্তি, ইয়াসের তিন বছরের পূর্তির দিনই রেমালের আর্বিভাব! প্রশ্ন, মে মাস মানেই কি তাহলে ঘূর্ণিঝড়?

Next Article