Weather Update: রবিবারই সাইক্লোন! দক্ষিণ বঙ্গের এই এলাকাগুলির জন্য বিশেষ সতর্কতা প্রশাসনের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 06, 2022 | 9:45 AM

Weather Update: আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, পুরনো অভিজ্ঞতা বলছে বর্ষার আগেই মে মাসে সাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা থাকে। তাই এই ঘূর্ণাবর্ত থেকেও ছোট করে দেখা হচ্ছে না।

Weather Update: রবিবারই সাইক্লোন! দক্ষিণ বঙ্গের এই এলাকাগুলির জন্য বিশেষ সতর্কতা প্রশাসনের
রাজ্যে বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব ছবি)

Follow Us

কলকাতা: আগামী রবিবার থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া। ধেঁয়ে আসছে সাইক্লোন। অন্তত প্রাথমিক পর্যায়ে ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতি দেখে তেমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামী রবিবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে যতক্ষণ না পর্যন্ত গভীর নিম্নচাপ তৈরি হয় ততক্ষণ পর্যন্ত ঘূর্ণিঝড়ের বিষয়ে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আবহাওয়াবিদরা এখন অপেক্ষা করছেন নিম্নচাপের গতি প্রকৃতির দিকে। ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আবার দক্ষিণ পশ্চিম দিকে সরে যেতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, পুরনো অভিজ্ঞতা বলছে বর্ষার আগেই মে মাসে সাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা থাকে। তাই এই ঘূর্ণাবর্ত থেকেও ছোট করে দেখা হচ্ছে না। ঘূর্ণিঝড় হলে বিপর্যয় মোকাবিলার জন্য আগে থেকেই প্রস্তুত হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলের রাজ্যগুলো। উপকূলবর্তী এলাকা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ দফতরের তরফেও মনিটারিং করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টি সেভাবে কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আওয়া দফতর। কলকাতার তাপমাত্রা কিছুটা বাড়বে, থাকবে গরমের অস্বস্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়বে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে নতুন করে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলেই আশার আলো দেখছেন আবহাওয়াবিদরা।

Next Article