কলকাতা: আজ সারাদিন মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবার থেকে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, যে নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, তার অভিমুখ রয়েছে ওড়িশা উপকূলের দিকে। আগামী তিন দিনে সেই নিম্নচাপ ওড়িশা ও ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে বলে জানা যাচ্ছে।
তবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো উত্তরের জেলাগুলিতে। শনিবার থেকে বৃষ্টি কমলেও সোমবার থেকে ফের বাড়তে পারে পরিমাণ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী এলাকায় দু-এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে। বাদ যাবে না ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাও। বৃষ্টি শনিবার থেকে কমতে শুরু করলেও প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছিল, যা কাল থেকে আবার বাড়তে শুরু করবে বলেই মনে করা হচ্ছে। সোমবারের আগে আর তেমন বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে ৮১ থেকে ৯৭ শতাংশ।