কলকাতা: যাদবপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর অভিযোগ। বৃহস্পতিবার এই অভিযোগ উঠেছিল আরএসএফ অর্থাৎ রেভোলিউশনারি স্টুডেন্ট ফ্রন্ট নামে নকশালপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এবার পাল্টা সেই আরএসএফ সদস্যদের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী। আরএসএফের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। আরএসএফের কর্মীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন বলে অভিযোগ শুভেন্দুর। একইসঙ্গে যাদবপুর থানায় দায়ের করা তাঁর লিখিত অভিযোগকে এফআইআর হিসাবে গ্রহণ করার আর্জিও জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
শুক্রবার শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানেই শুভেন্দু তাঁর অভিযোগের বিষয়টি লেখেন। বৃহস্পতিবারের ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। তাঁর নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে আসতে হয়েছে বলে দাবি তাঁর। একইসঙ্গে শুভেন্দু তাঁর অভিযোগপত্রে লিখেছেন, আরএসএফ মাওবাদীদের সেই সংগঠন যা ভারতে নিষিদ্ধ। ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩৪১, ৩৪২, ৫০৬, ১২০বি , ৩৪ এবং ইউপিএ প্রয়োগ করার জন্য যাদবপুর থানার ওসিকে লিখিত অভিযোগে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, ভারতীয় যুব মোর্চা যাদবপুরে এইটবি বাস স্ট্যান্ডের কাছে ধরনায় বসেছে। বৃহস্পতিবার সেখানেই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বক্তব্য রেখে ফেরার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে নকশাল পন্থী ওই ছাত্রসংগঠনের কিছু সদস্য-সমর্থক শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান। যা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। একজনকে রাস্তায় ফেলে হেলমেট দিয়ে মারধরেরও অভিযোগ ওঠে। সেই ঘটনায় শুভেন্দুর এফআইআর।