Soumya Saha |
Dec 30, 2022 | 8:16 PM
মাঝে কয়েকদিন ঠান্ডা কিছুটা কমে গেলেও আবার বেড়েছে শীতের অনুভূতি। আগামী দুই দিন রাজ্যের প্রায় সর্বত্রই মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে সকালের দিকে।
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫-৬ জানুয়ারি পর্যন্ত দুই বঙ্গেই এইরকম ঠান্ডার অনুভূতি বজায় থাকবে।
কলকাতার তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে। দমদমে আজকের তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
বড়দিনের সময়ে শহর কলকাতায় সেভাবে শীতের অনুভূতি না থাকলেও, হাওয়া অফিসের আপাতত যা পূর্বাভাস, তাতে বর্ষবরণের সময়ে কলকাতায় শীত ভালই অনুভব করা যাবে।
ফলে বর্ষবরণের দিনে কলকাতায় ভিক্টোরিয়ার সামনে, কিংবা চিড়িয়াখানায় চোখে পড়ার মতো ভিড় হতে পারে বলে অনুমান করা হচ্ছে।