Weather Update: বৃষ্টি ভিজেই স্বাগত জানাতে হবে নতুন বছরকে, ভাসতে পারে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 31, 2022 | 8:05 AM

West bengal Weather update: তবে বছরের শেষ এবং বছরের শুরুতে ঠান্ডা বজায় থাকবে কলকাতায়। কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুবই কম

1 / 6
মাঝ-পৌষে বিপর্যস্ত শীত। ডিসেম্বর মাসে চলছে আবহাওয়ার খাম-খেয়ালির আবহাওয়া। একবার ঠান্ডা-একবার গরম। সকালে কুয়াশা, পরে ফের পরিষ্কার আকাশ। তবে জাঁকিয়ে শীতের দেখা নেই। (ছবি: অরিত্র ঘোষ)

মাঝ-পৌষে বিপর্যস্ত শীত। ডিসেম্বর মাসে চলছে আবহাওয়ার খাম-খেয়ালির আবহাওয়া। একবার ঠান্ডা-একবার গরম। সকালে কুয়াশা, পরে ফের পরিষ্কার আকাশ। তবে জাঁকিয়ে শীতের দেখা নেই। (ছবি: অরিত্র ঘোষ)

2 / 6
গত ২৫ ডিসেম্বরেও কলকাতাবাসীকে গরমে দিন কাটাতে হয়েছিল। এই শীতেই ৫০ বছরের গরমের রেকর্ড ভাঙে। (ছবি: অরিত্র ঘোষ)

গত ২৫ ডিসেম্বরেও কলকাতাবাসীকে গরমে দিন কাটাতে হয়েছিল। এই শীতেই ৫০ বছরের গরমের রেকর্ড ভাঙে। (ছবি: অরিত্র ঘোষ)

3 / 6
গত মঙ্গলবারও কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে উঠে যায়। তার দু'দিন পর আবার তাপমাত্রা নিম্নমুখী হয়। (ছবি: অরিত্র ঘোষ)

গত মঙ্গলবারও কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে উঠে যায়। তার দু'দিন পর আবার তাপমাত্রা নিম্নমুখী হয়। (ছবি: অরিত্র ঘোষ)

4 / 6
তবে বছরের শেষ এবং বছরের শুরুতে ঠান্ডা বজায় থাকবে কলকাতায়।  কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুবই কম। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। (ছবি:ফাইল)

তবে বছরের শেষ এবং বছরের শুরুতে ঠান্ডা বজায় থাকবে কলকাতায়। কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুবই কম। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। (ছবি:ফাইল)

5 / 6
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। উত্তর-পশ্চিমে শীতল হওয়ারও দাপট থাকবে। (ছবি:ফাইল)

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। উত্তর-পশ্চিমে শীতল হওয়ারও দাপট থাকবে। (ছবি:ফাইল)

6 / 6
তারপর আবারও সামান্য তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী সিকিমেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে।

তারপর আবারও সামান্য তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী সিকিমেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে।

Next Photo Gallery