কলকাতা: জুন শেষ হতে চলল। তবু এখনও ঠিকভাবে বর্ষা প্রবেশ করল না দক্ষিণবঙ্গে। সেই একঘেয়ে ভ্যাপসা গরম। বাইরে বেরলে কার্যত নাজেহাল অবস্থা হতে হচ্ছে সকলকে। বর্ষা কবে আসবে এ প্রশ্ন করতে করতে এখন হয়ত আশাই ছেড়ে দিয়েছে দক্ষিণবঙ্গবাসী। তবে এরই মধ্যে সুখবর দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,অবশেষে দক্ষিণবঙ্গে সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সপ্তাহের শেষে বৃষ্টি বাড়ার ইঙ্গিত রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার দক্ষিণের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আর মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। জুলাইয়ের শুরুতেও ভাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে।
কোথায়-কোথায় বৃষ্টি?
শুক্রবার- ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া,মুর্শিদাবাদ,বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
শনিবার ও রবিবার– দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গে বর্ষা না এলেও উত্তরে কিন্তু বর্ষা আগেই ঢুকেছে। বিভিন্ন জেলাগুলিতে একটানা বৃষ্টি হয়েই চলেছে। ভারী বৃষ্টি হওয়ার দরুণ নাজেহাল অবস্থা উত্তরবঙ্গবাসীর। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। তবে মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।