Suvendu Adhikari at High Court: ‘রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার দরকার নেই’, মমতার মন্তব্য শুনে বললেন বিচারপতি সিনহা

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 27, 2024 | 4:18 PM

Suvendu Adhikari at High Court: রাজ্য জানায়, আগামী রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজভবনের সামনে ধরনার অনুমতি পেতে পারেন শুভেন্দু অধিকারী। কিন্তু আগামী রবিবার প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠান থাকায় ধরনায় বসতে চাইছেন না শুভেন্দু।

Suvendu Adhikari at High Court: রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার দরকার নেই, মমতার মন্তব্য শুনে বললেন বিচারপতি সিনহা
বিচারপতি অমৃতা সিনহা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মাস কয়েক আগে রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গাতেই ধরনায় বসতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে ধরনায় অনুমতি দেওয়ার কথা জানাল রাজ্য। তবে কবে ধরনা দেবেন, তা নিয়ে এখনও রয়ে গেল জটিলতা। অন্যদিকে, রাজভবনের সামনে ধরনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তাতে গুরুত্ব দিতে নারাজ হাইকোর্ট।

বৃহস্পতিবার নবান্নে বৈঠকের সময়, মমতা বলেন, “অভিষেকরা যখন রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন, তখন সেখানে ১৪৪ ধারা ছিল না।” এদিনই শুভেন্দুর মামলা চলাকালীন মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার কাছে উল্লেখ করেন শুভেন্দুর আইনজীবী। তিনি বলেন, ‘পুলিশমন্ত্রী কীভাবে এই মন্তব্য করতে পারেন?’

এ কথা শুনে বিচারপতি সিনহা বলেন, “রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার দরকার নেই। আদালতে এজি যা বলেছেন সেটাই বিশ্বাস করুন। রাজনৈতিক নেতাদের বক্তব্যে বিভ্রান্তি বাড়ে। রাজনৈতিক মামলার জেরে বাকি মামলারও ক্ষতি হয়ে যায়।”

এরপর রাজ্য জানায়, আগামী রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজভবনের সামনে ধরনার অনুমতি পেতে পারেন শুভেন্দু অধিকারী। কিন্তু আগামী রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান থাকায় ধরনায় বসতে চাইছেন না শুভেন্দু। পরের রবিবার অর্থাৎ ৭ জুলাই অনুমতি দেওয়া যেতে পারে কি না, তা রাজ্যকে জানাতে বলেন বিচারপতি অমৃতা সিনহা। এজি কিশোর দত্ত জানিয়েছেন, রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাতে হবে।

Next Article