AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: রবিবার থেকে শুরু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, কবে কোন জেলায় ভারি বর্ষণ, জেনে নিন

Weather Update: দক্ষিণবঙ্গে মূলত দুই বর্ধমান, বীরভূমে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিমি  বেগে বইবে ঝড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায়। বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে।

Weather Update: রবিবার থেকে শুরু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, কবে কোন জেলায় ভারি বর্ষণ, জেনে নিন
এবার ভিজবে বাংলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 18, 2025 | 7:41 PM
Share

 কলকাতা: আগামী  সপ্তাহভর বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুল আবহাওয়া দফতরের। শুক্রবার পর্যন্ত থাকবে একই অবস্থা। আগামী শনিবার থেকে কম হতে পারে বৃষ্টি। রবিবার দিনভর মেঘলা ছিল আকাশ। বেশি রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মূলত দুই বর্ধমান, বীরভূমে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিমি  বেগে বইবে ঝড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায়। বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে।

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, কালিম্পং-সহ বাকি সব জেলাতেই ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গে অনেক জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ৫০-৬০ কিমি বেগে  বইবে ঝড়ো হাওয়া।

তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার রাত সাড়ে আটটা থেকে সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে।