Weather Update: বঙ্গে প্রবেশ বর্ষার, ঝেঁপে নামবে ঝড়-বৃষ্টি, কোথায়-কোথায় হবে জানাল হাওয়া অফিস

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 03, 2022 | 6:15 PM

Kolkata: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় বর্ষার আগমন ঘটেছে। নির্ধারিত দিনের আগেই চারদিন আগেই রাজ্যে প্রবেশ করে গিয়েছে মৌসুমী বায়ু।

Weather Update: বঙ্গে প্রবেশ বর্ষার, ঝেঁপে নামবে ঝড়-বৃষ্টি, কোথায়-কোথায় হবে জানাল হাওয়া অফিস
ভারী বৃষ্টির পূর্বাভাস

Follow Us

কলকাতা: গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বৃষ্টি মাঝে-মধ্যে হলেও সেই একই রকম গরম অনুভূত হচ্ছে। প্রশ্ন একটাই বর্ষা কবে আসবে? আর সেই প্রশ্নের উত্তরের সুখবর দিল আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় বর্ষার আগমন ঘটেছে। নির্ধারিত দিনের চারদিন আগেই রাজ্যে প্রবেশ করে গিয়েছে মৌসুমী বায়ু। বর্তমানে উত্তরবঙ্গে রয়েছে। যার জেরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে। জানা গিয়েছে, গোটা উত্তর-পূর্ব ভারতেই মৌসুমী বাতাস প্রবেশ করেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরের প্রতিটি জেলাতে। পাশাপাশি উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হবে। তবে মালদা ও দুই দিনাজপুরে এখনও বর্ষা প্রবেশ করেনি বলেই খবর।

এ দিকে, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের জন্য কিন্তু এখনও তেমন সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। আরও কয়েকদিন বর্ষা আসার জন্য অপেক্ষা করতে হবে দক্ষিণের জেলার বাসিন্দাদের। তাই ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। অপেক্ষার তালিকায় নাম রয়েছে মালদা, দুই দিনাজপুরেরও।

এ দিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। আকাশ মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। কিন্তু জলীয়বাষ্প থাকার জন্য আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে ও বাড়বে। কলকাতাতেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তবে বিকেলের দিকে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বস্তুত, আজ ও আগামিকাল অর্থাৎ শুক্র ও শনিবার কলকাতায় থাকবে  মেঘলা আকাশ। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু আরও খানিকটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড প্রবেশ করেছে।

প্রথমে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল আগামিকালের মধ্যে উত্তরবঙ্গের এবং সিকিমে প্রবেশ করবে।  কিন্তু দু’দিন অপেক্ষা করতে হল না রাজ্যের উপরের জেলাগুলিকে। আর এই পূর্বাভাসের জেরেই দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে ঝড় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

Next Article