Kamarkundu Rail Bridge: টাকা দিল কেন্দ্র, ‘স্টিকার’ লাগালেন মমতা? হিসেব বুঝিয়ে দিলেন লকেট

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Jun 03, 2022 | 5:43 PM

Kamarkundu Rail Bridge: স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে তৈরি হয়েছে ওভারব্রিজ। আর শুক্রবাই সেটারই উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Kamarkundu Rail Bridge: টাকা দিল কেন্দ্র, স্টিকার লাগালেন মমতা? হিসেব বুঝিয়ে দিলেন লকেট
উড়ালপুল ঘিরে কেন্দ্র-রাজ্য তরজা তুঙ্গে

Follow Us

কলকাতা : রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প উদ্বোধনের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র। এবার হুগলির কামারকুণ্ডর উড়ালপুলের ক্ষেত্রেও উঠল একই অভিযোগ। অনেক জটিলতা থাকলেও সে সব শেষ করে শুক্রবার সেই উড়ালপুলের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয়রাও এই উড়ালপুল খুলে যাওয়ায় খুশি। কিন্তু, এরই মাঝে প্রশ্ন তুলল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় হিসেব দিয়ে ওই উড়ালপুলে কেন্দ্রের অবদান বোঝালেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের টাকা থাকা সত্ত্বেও কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন উড়ালপুল উদ্বোধন করতে সিঙ্গুরে গিয়েছেন, তখন সোশ্যাল মিডিয়ায় লকেট উল্লেখ করেছেন এ ভাবে কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না জানিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ওই উড়ালপুল তৈরি করতে রেল দিয়েছে ১৩.৩৫ কোটি টাকা, আর রেলের অধীন ফ্রেট কর্পোরেশন অব ইন্ডিয়া দিয়েছে আরও ১৩.৩৫ কোটি টাকা। অন্যদিকে, রাজ্য সরকার দিয়েছে ১৮.১৬ কোটি টাকা। তারপরও কেন কাউকে আমন্ত্রণ জানানো হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লকেট।

এই প্রসঙ্গে, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘একটা উড়ালপুল যেটা বাংলার বুকে তৈরি হয়েছে, বাংলার অংশীদারিত্ব আছে, সেটা যদি মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে যান, তাতে এত জ্বালা ধরছে কেন? বাংলার কয়েক কোটি টাকা বকেয়া আছে, তা নিয়ে টুইট করুন। ১০০ দিনের কাজের টাকা বাকি আছে, সে সব নিয়ে কারও মাথাব্যথা নেই।

উল্লেখ্য, কোনও উড়ালপুল না থাকায় এতদিন পর্যন্ত একবার রেলের গেট পড়ে গেলে লাইন পার হতে অপেক্ষা করতে হত অনেকক্ষণ। ওই গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে একই জায়গায়। লেগে যেত ৪৫ মিনিট থেকে এক ঘণ্টাও। ২০১৫ সালের নভেম্বরে সেই ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। পরে ২০২১ সালের অক্টোবর মাসে কাজ শেষ হয়। কাজ শেষ হয়ে গেলেও প্রায় সাত মাস ধরে কোনও এক অজানা কারণে তা চালু হয়নি এতদিন। অবশেষে  গত ১৬ মে সিঙ্গুরের কামারকুণ্ডু গ্রাম পঞ্চায়েত অফিসে একটি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে জট কাটানো হয়। আর শুক্রবার সেই উড়ালপুল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

Next Article