কলকাতা: বাংলার দুয়ারে জাঁকিয়ে শীত। মরসুমের শীতলতম দিন হতে চলেছে বৃহস্পতিবার। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। ফের ১০ ডিগ্রির নীচে নামতে পারে জেলার পারদ। আপাতত ৩-৪ দিন ঠান্ডা আমেজে কোনও কাঁটা নেই। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জাঁকিয়ে শীত কবে পড়বে? এটাই এখন বাংলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এবছরের ২৫ ডিসেম্বর গত সাত বছরে উষ্ণতম ‘বড়দিন’ ছিল। আট বছরের মধ্যে উষ্ণতম বর্ষবরণ কাটিয়েছে বাংলা। এবার এই উষ্ণতার ঘেরাটোপ থেকে বের হতে চলেছে বাংলা। বুধবার রাত থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তুরে হাওয়া জোরদার হবে। ফলে ঠান্ডা বাড়বে।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫. ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কিন্তু ভোর থেকেই কুয়াশার ঘনঘটায় নাজেহাল ছিল বাংলা। কুয়াশা থাকায় বেশ একটা শিরশিরে ভাব ছিল। সকালে কুয়াশার কারণে বেশ কিছু ট্রেন দেরিতে চলছিল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকালে তাপমাত্রা এক লাফে ১২ ডিগ্রিতে নামতে পারে। খুব তাড়াতাড়ি পারদ পতন দেখতে চলছে বাংলা।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৮-৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে এটাও বিষয়, এখনও পর্যন্ত শীতের পারফরমেন্স খুব একটা ভাল নয়। এখনও পর্যন্ত শীতলতম দিন হিসাবে ধার্য করা হয়েছে ১৭ ডিসেম্বর। সেদিন পারদ নেমেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তার থেকেও বৃহস্পতিবার তাপমাত্রা নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাঁরা মনে করছেন, বৃহস্পতিবার শীতলতম দিন হতে পারে।