কলকাতা: শুক্রবার রাত থেকেই খেলা ঘুরতে শুরু করেছিল দক্ষিণবঙ্গের আকাশে। ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। হলও তাই। সন্ধে থেকেই আকাশ কালো মেঘে ঢেকেছে। গুড়ুম গুড়ুম বাজ পড়তে শুরু করেছে কলকাতার আশপাশের এলাকাগুলিতে। শহরতলির বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতাতেও রাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস।
শুধু কলকাতাতেই নয়, পার্শ্ববর্তী জেলাগুলিতেও সন্ধে থেকে আকাশ কালো করে রয়েছে। হাওড়া ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে উপকূলীয় দুই জেলাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার রাতে বৃষ্টি নামতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দমকা বাতাস বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা জেলায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়া। হাওড়াতে হাওয়ার বেগ আরও কিছুটা বাড়বে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে হাওড়া জেলায়।
উল্লেখ্য, গতকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েকদিনও এই ধরনের ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সন্ধের দিকে এই বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে গরমের অনুভূতি কিছুটা কমেছে শহর ও শহরতলির এলাকাগুলিতে।