এগারোর ঘর ছুঁয়ে ওঠানামা পারদের, বছর শেষে জাঁকিয়ে শীত

Dec 28, 2020 | 10:21 AM

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা থাকলেও ঝলমলে রোদে তার স্থায়ীত্ব খুব বেশিক্ষণের নয়। এই রোদই বিকেলের পর ঠান্ডা বাড়াচ্ছে।

এগারোর ঘর ছুঁয়ে ওঠানামা পারদের, বছর শেষে জাঁকিয়ে শীত
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: শীতের দাপুটে ব্যাটিংয়ে একেবারে জবুথবু বাংলা। প্রায় রোজই এখন নিজের রেকর্ড নিজে ভাঙছে শীত। যে কোনও দিনই হতে পারে মরসুমের শীতলতম দিন। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি কম। এই পারদ যে আরও কিছুটা নামতে চলেছে, তারও ইঙ্গিত দিয়ে রেখেছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিও ছুঁতে পারে। অর্থাৎ বছরের শেষটা কনকনে শীতের ‘উত্তাপে’ই কাটবে বঙ্গবাসীর।

আরও পড়ুন: রাজ্যপাল-সাক্ষাতের পরই জল্পনা জিইয়ে দিল্লির পথে সৌরভ

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে সকালের দিকে এবং বিকেলের পর তাপমাত্রা অনেকটাই কম থাকছে। অন্যদিকে কলকাতা-সহ অন্যান্য জেলায় স্বাভাবিকের থেকে দু’ তিন ডিগ্রি নিচেই থাকছে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা থাকলেও ঝলমলে রোদে তার স্থায়ীত্ব খুব বেশিক্ষণের নয়। এই রোদই বিকেলের পর ঠান্ডা বাড়াচ্ছে। সঙ্গে উত্তুরে হাওয়া যোগ্য দোসর।

আরও পড়ুন: ৭ জানুয়ারি নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা

আকাশ মেঘমুক্ত বলেই উত্তর পশ্চিমের হিম শীতল হাওয়া অবাধে ঢুকছে বঙ্গে। সঙ্গী হিমেল হাওয়াও। এই দুই-এর মিশেলেই বঙ্গের পারদ এতটা নিম্নমুখী।

Next Article