Weather Update: আজ ঘর্মাক্ত দিবস! গামছার মতো শরীর নিংড়ালেই বেরচ্ছে গ্যালন গ্যালন জল

Souvik Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 23, 2024 | 1:14 PM

Weather Update: পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আজ জোড়া ঘূর্ণাবর্ত এক জায়গায় হয়ে নিম্নচাপের রূপ নেবে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে।

Weather Update: আজ ঘর্মাক্ত দিবস! গামছার মতো শরীর নিংড়ালেই বেরচ্ছে গ্যালন গ্যালন জল
ভ্যাপসা গরমে ঘর্মাক্ত বাংলা
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা:  নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। পুজোর মুখে আবারও আসবে বৃষ্টি, ভাসবে বাংলা। অন্তত এহেন পূর্বাভাস দিয়েই রেখেছেন আবহাওয়াবিদরা। কিন্তু তার আগেই ঘর্মাক্ত হচ্ছে বাংলা। রাস্তায় বেরোলেই ঘেমেনেয়ে একাকার অবস্থা। শরতের আকাশে পেজা তুলো দেখা তো দূর অস্ত, মেঘলা আকাশে রোদের উঁকি আর গুমোট পরিস্থিতিতে ভ্যাপসা গরমের আবহেই নাকাল বঙ্গবাসী।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সোমবার জোড়া ঘূর্ণাবর্ত এক জায়গায় হয়ে নিম্নচাপের রূপ নেবে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। তার জেরেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হতে পারে বাংলায়। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,

এই খবরটিও পড়ুন

সোমবার ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতা

বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। আংশিক মেঘলা আকাশ পরে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

Next Article