Mahishasur Mardini:নারী ক্ষমতায়নের বার্তা দিতে ‘মহিষাসুরমর্দিনী’ ডোনা

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 23, 2024 | 1:22 PM

Durga Puja 2024: মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধ এবং মহিষাসুরকে দমন করে পৃথিবীতে সুখ-শান্তি ফিরিয়ে আনার কাহিনিই ছন্দ, তাল ও লয়ের মধ্যে দিয়ে তুলে ধরেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর গ্রুপ। এর পাশাপাশি বিখ্যাত শিল্পী কেতন সেনগুপ্ত মহালয়া পাঠ করেন।

Mahishasur Mardini:নারী ক্ষমতায়নের বার্তা দিতে মহিষাসুরমর্দিনী ডোনা
মঞ্চস্থ করা হল 'মহিষাসুরমর্দিনী' ।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: হাতে মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। নারীশক্তির আরাধনার সবথেকে বড় উৎসব। দুর্গাপুজোর আগেই নারীশক্তিকে উদযাপন করতেই মঞ্চস্থ করা হল মহিষাসুরমর্দিনী। মহিষাসুরকে বধ করে দেবী দুর্গা যে ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ এবং নারীশক্তির জয়কে তুলে ধরেছিলেন, তা অসাধারণ নৃত্যের মাধ্যমে তুলে ধরলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তার গ্রুপ ‘দীক্ষা মঞ্জরি’।

মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধ এবং মহিষাসুরকে দমন করে পৃথিবীতে সুখ-শান্তি ফিরিয়ে আনার কাহিনিই ছন্দ, তাল ও লয়ের মধ্যে দিয়ে তুলে ধরেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর গ্রুপ। প্রায় ৫০০-রও বেশি নৃত্যশিল্পী এই অনুষ্ঠান মঞ্চস্থ করেন। এর পাশাপাশি বিখ্যাত শিল্পী কেতন সেনগুপ্ত মহালয়া পাঠ করেন। তাঁর মনমুগ্ধকর কণ্ঠে দেবী দুর্গাকে আহ্বানের কাহিনি এতটাই আকর্ষণীয় ছিল যে দর্শকদেরও আসন ছাড়ার জো ছিল না।

নারীশক্তির এই উদযাপনের অংশ হতে পেরে কেতন সেনগুপ্ত বলেন, “মহালয়ার এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি সম্মানিত। মহালয়া পাঠের মাধ্যমে আমি দর্শকদের এমন জায়গায় নিয়ে যেতে চেয়েছিলাম যেখানে দেবী দুর্গার ঐশ্বরিক শক্তি ও করুণা অনুভব করতে পারেন। দেবী দুর্গা তো নারী ক্ষমতায়ন ও শক্তির বার্তাই দিয়েছেন।”

এই অনুষ্ঠানের মাধ্যমে দেবী শক্তির আরাধনার পাশাপাশি মহিলাদের প্রতিদিন যে নানা প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হয়, সামাজিক বিধি-নিষেধকে চ্যালেঞ্জ করে পরিবর্তনের লড়াই লড়তে হয়, তাকেও সম্মান জানানো হয়েছে।

Next Article