Weather Update: আরও ভয়ের পরিস্থিতি উত্তরবঙ্গে, সতর্কবাণী হাওয়া অফিসের, দক্ষিণে বর্ষা কবে, তারিখ জানাল সেটারও
Weather Update: সিকিমে ব্রিজ ভেঙে আরও বিপত্তি বেড়েছে। বৃহস্পতিবার তিস্তার ওপরে সাংকালাং স্ট্রান্ডস ব্রিজ ভেঙে পড়েছে। তাতে লাচুং ও চুংথামে দেড় হাজারের মতো পর্যটক আটকে রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হচ্ছে। ধূপগুড়ি শহর-সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যে কারণে ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে।

কলকাতা: ক্রমেই ভয়াবহ হচ্ছে সিকিমের পরিস্থিতি। বিপর্যস্ত উত্তরবঙ্গ-সিকিমে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরও ৩-৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার- শুক্রবার উত্তরের তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সিকিম-ভুটানের বৃষ্টিতে ডুবতে পারে উত্তরের সমতল। বাংলার পাহাড় ও সিকিমে আরও ধস নামতে পারে, বিপাকে পড়তে পারেন কয়েক হাজার পর্যটক।
সিকিমে ব্রিজ ভেঙে আরও বিপত্তি বেড়েছে। বৃহস্পতিবার তিস্তার ওপরে সাংকালাং স্ট্রান্ডস ব্রিজ ভেঙে পড়েছে। তাতে লাচুং ও চুংথামে দেড় হাজারের মতো পর্যটক আটকে রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হচ্ছে। ধূপগুড়ি শহর-সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যে কারণে ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে।
উত্তরবঙ্গের এই পরিস্থিতির মধ্যে জ্বলে খাক দক্ষিণবঙ্গ! তবে তার মধ্যেই কিছুটা সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের মধ্যে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে। অবশেষে সুখবর শোনাল মৌসম ভবন। তবে কাল পর্যন্ত পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় থাকবে ভ্যাপসা গরম। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সাধারণত ১০ জুন বর্ষা ঢোকে দক্ষিণবঙ্গে, এবার উত্তরে আগে এলেও দক্ষিণবঙ্গে দেরি বর্ষার আগমনের।
