সপ্তাহের শুরুতেই বাড়ল তাপমাত্রা, বেলা বাড়তেই কলকাতায় পিঠ দেখাচ্ছে শীত

Jan 04, 2021 | 10:40 AM

এদিন সকালে হালকা কুয়াশা ঢেকেছিল মহানগরকে। তবে আকাশ পরিষ্কার, রোদের ঝলমলানিতে বেলা বাড়তেই তা উধাও।

সপ্তাহের শুরুতেই বাড়ল তাপমাত্রা, বেলা বাড়তেই কলকাতায় পিঠ দেখাচ্ছে শীত
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: সপ্তাহের শুরুতেই বাড়ল কলকাতার তাপমাত্রা। সোমবার পারদ আরও এক ডিগ্রি সেলসিয়াস উপরে। সপ্তাহের বাকি দিনগুলিতে তা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ ভোর বা রাতের দিকে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়লে তা অনেকটাই কমবে। তবে জেলাগুলিতে ভালই মালুম হবে শীতের আমেজ।

আরও পড়ুন: বিজেপির রাজ্য কমিটির নেতাকে লক্ষ্য করে গুলি, উত্তপ্ত আসানসোল

এদিন সকালে হালকা কুয়াশা ঢেকেছিল মহানগরকে। আকাশ পরিষ্কার, রোদের ঝলমলানিতে বেলা বাড়তেই তা উধাও। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দু’ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।

আরও পড়ুন: বিজেপিকে মেরে তাড়ানোর নিদান তৃণমূলের মেয়র পারিষদের

কিন্তু জানুয়ারির শুরুতেই আচমকা কেন আবহাওয়ায় এমন বদল? হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝাই ভিলেন। তার জন্যই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। অন্যদিকে পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে দুর্যোগের ভ্রুকূটি। পঞ্জাব ও জম্মু-কাশ্মীর-সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির পূর্বাভাস। সোমবার ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়ে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ওড়িশাতে।

Next Article