Weather Update: মেঘলা আকাশ দেখে বৃষ্টি হবে ভেবে ভুল করবেন না! দক্ষিণবঙ্গের জন্য অন্য সতর্কতা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 23, 2022 | 9:20 AM

Weather Update: অনেকেরই মনে প্রশ্ন, বর্ষা আসার আগে এবছরে কেমন থাকবে আবহাওয়া? তাপপ্রবাহ নাকি কোনও সুখবর?

Weather Update: মেঘলা আকাশ দেখে বৃষ্টি হবে ভেবে ভুল করবেন না! দক্ষিণবঙ্গের জন্য অন্য সতর্কতা
কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ। তবে কি বৃষ্টির সম্ভাবনা? কী বলছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা বলছেন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপটি ছিল, সেটি আরও ঘনীভূত হয়ে মায়ানমারের দিকে চলে গেছে। এর ফলে শুধুমাত্র উত্তর-পশ্চিম দিকে হাওয়ার প্রভাব রয়েছে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণ বঙ্গে। তবে উত্তর বঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত আছে, যার ফলে সিকিম, জলপাইগুড়িতে দার্জিলিঙে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিনে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতা তাপমাত্রা বেড়ে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির আশেপাশে থাকবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও পরিষ্কার আকাশ। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। অনেকেরই মনে প্রশ্ন, বর্ষা আসার আগে এবছরে কেমন থাকবে আবহাওয়া? তাপপ্রবাহ নাকি কোনও সুখবর? নাহ, প্রাণান্তকর অবস্থা হবে। মার্চ থেকে মে তিন মাসে একটানা তাপপ্রবাহের আশঙ্কা কম বাংলায়। আবহাওয়াবিদরা তেমনটাই পূর্বাভাস দিয়েছেন। ৩ মাসে তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। ৩ মাসে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। মার্চেও সর্বোচ্চ তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা।

মার্চে যত দিন যাবে, তত পারদ চড়বে। তবে এই উত্থান লাগামছাড়া হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ঝড়বৃ্ষ্টি, কালবৈশাখী তাপপ্রবাহের ক্ষেত্রে বাধা হতে পারে। সাহায্য করতে পারে পশ্চিমী ঝঞ্ঝাও। বঙ্গোপসাগরে বছরের প্রথম নিম্নচাপের প্রভাবে শুক্রবার মেঘলা হতে পারে বাংলায়। অভিমুখ যদিও শ্রীলঙ্কা-তামিলনাড়ু। ফলে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে আবহাওয়াবিদরা এও বলছেন, জলীয় বাষ্প রাজ্যে ঢুকলে শুকনো গরম থেকে রেহাই মিললেও ভ্যাপসা গরমে ভুগতে পারেন বঙ্গবাসী। যেমন গত পাঁচ বছরে হয়েছে।

২০১৬ সালের এপ্রিলে টানা তাপপ্রবাহে জর্জরিত হতে হয় কলকাতাকে। ৮ দিন তাপমাত্রা ছিল ৪০-এর ওপরে। সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার ‘১৬র পুনরাবৃত্তির আশঙ্কা নেই বললেই চলে।

আরও পড়ুন: কয়েক ঘণ্টা আগেই বগটুই পৌঁছেছিল নবদম্পতি, চেনাই গেল না সাজিদ-মর্জিনার ‘লাশ’

আরও পড়ুন:  বারবার তৃণমূলকে মারছে তৃণমূল, ‘কেষ্ট’ মণ্ডলের জেলায় দ্বন্দ্বের আসল বীজ কোথায় লুকিয়ে?

Next Article