কলকাতা: পূর্বাভাস দিয়েই রেখেছিল আবহাওয়া (Weather) দফতর। শুক্রবার রাত থেকেই নামবে পারদ। সপ্তাহান্তে কমতে শুরু করবে তাপমাত্রা। জাঁকিয়ে পড়বে ঠান্ডা। শনিবার সকাল থেকেই উত্তুরে হাওয়ার শিরশিরানি বাংলায় (Bengal)। অবশেষে গুটি গুটি পায়ে বঙ্গে পা রাখল শীত (Winter)। শুরুতেই রেকর্ড। পৌষের চারই মরসুমের শীতলতম দিন।
গত কয়েকদিন ধরে কুয়াশার দাপট, হালকা শীতের আমেজ মিলেছে রাজ্যে। বেলা বাড়ার সঙ্গে বেড়েছে তাপমাত্রা। মাঝ ডিসেম্বরেও শীতের জন্য হাপিত্যেশ করতে হয়েছে বাংলাকে। তবে এবার পুরোদমে ব্যাটিং শুরু শীতের। শনিবার অনেকটাই পারদ নেমেছে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। হাওয়া অফিস বলছে, মঙ্গলবার পর্যন্ত ভালই শীত অনুভূত হবে বঙ্গে। এরপর ফের তাপমাত্রার ওঠানামা শুরু হবে।
অতিমারির আবহে এ বছর শীতকালে একটু সাবধানেই থাকতে হবে সকলকে। চিকিৎসকরা বলছেন, যতটা সম্ভব কান, গলা ঢেকে রাখতে হবে। একটা হালকা চাদর হলেও গায়ে জড়িয়ে রাখা দরকার। বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা এ বছর একটু বেশিই প্রয়োজন। কোভিড-১৯’র শক্তি অনেকটা খর্ব হয়েছে ঠিকই। কিন্তু শীতে অন্যান্য ভাইরাল ফ্লু-এর সঙ্গে মিশে মারাত্মক হতে পারে তার চরিত্র। তাই এই মরসুমে সোয়েটার, মাফলার, চাদরেই জমুক শীতের মৌতাত।