কলকাতা: শীতের দখলে বাংলা। শনিবার থেকেই স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নামল পারদ। আবহাওয়া দফতর বলছে, এদিনই মরসুমের শীতলতম দিন। পৌষ আসতেই ব্যাটিং শুরু শীতের। রাতের পাশাপাশি নামতে শুরু করেছে দিনের তাপমাত্রাও।
আরও পড়ুন: আজ রবিঠাকুরের শান্তিনিকেতনে শাহ, সফর ঘিরে নিরাপত্তার কড়া বেষ্টনী
এদিন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ। হাওয়া অফিস বলছে, রবিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতার তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রির কাছাকাছি।
জেলাগুলিতে তা আরও খানিকটা কমে ১০ ডিগ্রির নিচে নামবে। তবে কনকনে এই ঠান্ডা মঙ্গলবার পর্যন্ত থাকবে। এরপর ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
আরও পড়ুন: শাহের সফরের আগে উত্তপ্ত বোলপুর, পুড়ল তিন বিজেপি কর্মীর দোকান
গত কয়েকদিনে উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ চলছে। এর ফলেই শীতল উত্তুরে হাওয়া আসছে বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তরের ঠান্ডা হাওয়া মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে অবাধে প্রবেশ করছে। এর জেরেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। সিকিমে আবার আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি, তুষারপাতের পূর্বাভাস রয়েছে।