কলকাতা: এক ধাক্কায় তিন ডিগ্রি পারদপতন শহরে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের মধ্যে এই তাপমাত্রা আরও খানিকটা কমার সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
মাঘের মাঝামাঝি ভালই ভেল্কি দেখাচ্ছে শীত। কিছুদিন আগেও বেলার দিকে রোদের তাপ সহ্য করা যাচ্ছিল না। রাতের দিকেও ভাল গরম অনুভূত হচ্ছিল। কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকেই ফের ঠান্ডার আমেজ শহরে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই কম। রবিবার সকালের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।
আরও পড়ুন: ভাল আছেন সৌরভ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন আজই
তবে উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা। বিহার সংলগ্ন মালদহ, উত্তর দিনাজপুর সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও কুয়াশা। শনিবার দুপুর থেকেই দার্জিলিংয়ে তুষারপাত শুরু হয়েছে। সান্দাকফু, টুমলিংয়ের পাহাড় ঘেরা গ্রাম সাদা বরফের স্তরে ঢাকা। অপ্রত্যাশিত এই নৈস্বর্গিক দৃশ্যে অভিভূত পর্যটকরাও।