কলকাতা: দক্ষিণবঙ্গে দু’ তিনদিন হল বৃষ্টি ধরেছে। তবে আবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে এবার উত্তরবঙ্গের জন্য রয়েছে সুখবর। মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে পাহাড়, ডুয়ার্স, সমতলে। ভারী বৃষ্টি কমে তা হালকা থেকে মাঝারি হবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলায়। তবে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা।
পরিস্থিতি অনুকূল থাকায় বুধবার উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে পারে বর্ষা। উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুও বিদায় নিতে পারে। ইতিমধ্যেই নিম্নচাপটি শক্তি হারিয়েছে। তবে উত্তরবঙ্গের জন্য একটি ঘূর্ণাবর্তের চোখ রাঙানি রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত তামিলনাডু উপকূল পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কর্নাটক উপকূল পর্যন্ত বিস্তৃত। এটি কেরল ও লাক্ষাদ্বীপের উপর দিয়ে গিয়েছে।
তবে মঙ্গলবার অন্তত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে হাওয়া অফিস। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে সে অর্থে ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই। বজ্রবিদ্যুৎ-সহ দু’ এক পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। সেই সম্ভাবনাও খুবই সামান্য। মুর্শিদাবাদ, বীরভূমে দু’ এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বরং তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের। সঙ্গে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
মঙ্গলবার দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
আরও পড়ুন: Priyanka Tibrewal: ‘হেরেছি ঠিকই, দায়িত্ব কমেনি’, হিংসা রুখতে প্রিয়াঙ্কার আরও বড় পদক্ষেপ