আবারও নামল পারদ, আজ কলকাতায় ১৭ ডিগ্রি

Feb 21, 2021 | 10:31 AM

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে তাপমাত্রার এই ওঠানামা বলেই মনে করছেন আবহাওয়াবিদরা (Weather Expert)।

আবারও নামল পারদ, আজ কলকাতায় ১৭ ডিগ্রি
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: সপ্তাহান্তের কলকাতায় নামল পারদ। রবিবার সকালে ফের হালকা শীতের (Winter) আমেজ। তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে। তবে বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ফাল্গুন পড়তেই বাংলা থেকে শীত উধাও। কলকাতায় রীতিমত গরম। জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সাধারণত সরস্বতী পুজো অবধি শীতের আমেজ থাকে। তবে এবার সে ছবিতে বদল দেখা গিয়েছিল। গত কয়েকদিনে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও সর্বনিম্ন তাপমাত্রা উঠেছে।

আরও পড়ুন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’

রবিবার আবার খানিক পারদপতন। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নিচে নেমে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ। তবে পারদের এই ওঠানামা খুব বেশিদিন স্থায়ী হবে না। বুধবার থেকে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।

উত্তরবঙ্গে শীত থাকবে আরও কিছুদিন। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে তাপমাত্রার এই ওঠানামা বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। আগামী দু’দিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরের লাদাখ এবং সংলগ্ন এলাকায়।

Next Article