কলকাতা: চৈত্রের প্রবল দাবদাহের সঙ্গে কালবৈশাখী সেভাবে হয়নি কলকাতায়। ভোটের পারদের সঙ্গে কলকাতার গরমও বেড়েছে চড়চড়িয়ে। তবে বৈশাখের শুরুতেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে থাকবে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী ৭২ ঘণ্টায় আংশিক মেঘলা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ। তাই সর্বোচ্চ তাপমাত্রা আর নতুন করে বাড়ছে না। দক্ষিণবঙ্গের সব জেলার জন্য বৃষ্টির পূর্বাভাস না থাকলেও পশ্চিমের কয়েকটি জেলার জন্য রয়েছে সুখবর।
আরও পড়ুন: আগের থেকে বেড কমেছে ৫০০০, করোনার পূর্ব অভিজ্ঞতা থেকে কী শিখল রাজ্য?
আগামী ৭২ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী, পশ্চিমের একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়া বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। আগামী ৭২ ঘন্টায় কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
শুক্রবার বিকেল থেকেই বজ্রবিদ্যুতসহ ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। এছাড়া কোচবিহার ও উত্তর দিনাজপুরেও এদিন সন্ধে থেকে হালকা বৃষ্টি নামবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন: ওড়িশা থেকে কলকাতাগামী গাড়ির ডিকি থেকে উদ্ধার ১০০ কিলো গাঁজা!
উল্লেখ্য, ২০২১ সালের মার্চের গরম রেকর্ড গড়েছে। গত কয়েক বছরের মধ্যে এ বছর রাজ্যে মার্চ মাসকে তৃতীয় উষ্ণতম মাস বলছেন আবহাওয়াবিদরা। এপ্রিলের দাবদাহের মধ্যে তাই বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী।