কলকাতা: শীত পড়ছে না বলে যাঁরা আফশোস করছিলেন, আজ তাঁদেরই দিন। ঝঞ্ঝা আসার আগে শীত জানান দিয়ে যাচ্ছে, ‘আমি আছি।’ শনিবার আরও বাড়ল ঠাণ্ডা। সাত সকালেই বোঝা গেল, তাপমাত্রার পারদ ক্রমশ নামছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, শুক্রবারের থেকেও একধাপ নামল পারদ। শনিবার মরসুমের শীতলতম দিন। ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কলকাতার তাপমাত্রা।
তৃতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং চলছে শীতের। কলকাতাতেই কাঁপছে বাঙালি, আর পশ্চিমাঞ্চলে তো জাঁকিয়ে শীত। চলছে শীতের দাপুটে ব্যাটিং। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কালিম্পং-এর চেয়ে বেশি ঠান্ডা পড়েছে পুরুলিয়ায়।
কালিম্পং-এ যেখানে তারমাত্র ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় সেখানে পারদ নেমেছে ৬.৫ ডিগ্রিতে। দশের নীচে নেমেছে শ্রীনিকেতন, ঝাড়গ্রামের পারদও। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামিকাল, রবিবার থেকেই ঠাণ্ডা কমবে। শনিবার রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এই দফায় এর নীচে আর তাপমাত্রা নামার আশা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকেই ঠাণ্ডা কমবে। মাঘের শুরুতে আবার ফিরতে পারে ঠাণ্ডা।
কোন জেলায় কত তাপমাত্রা, একনজরে দেখে নিন
পুরুলিয়া ৬.৫ ডিগ্রি
আলিপুরদুয়ার ৯ ডিগ্রি
ঝাড়গ্রাম ৯.৫ ডিগ্রি
কল্যাণী ৯.৫ ডিগ্রি
কোচবিহার ৯.৬ ডিগ্রি
বর্ধমান ৯.৮ ডিগ্রি
শ্রীনিকেতন ৯.৯ ডিগ্রি
জলপাইগুড়ি ১০.১ ডিগ্রি
আসানসোল ১০.১ ডিগ্রি
পানাগড় ১০.৩ ডিগ্রি
বহরমপুর ১০.৪ ডিগ্রি
উলুবেড়িয়া ১০.৫ ডিগ্রি
বাঁকুড়া ১০.৫ ডিগ্রি
মেদিনীপুর ১১.৬ ডিগ্রি
আলিপুর ১২.৩ ডিগ্রি
দমদম ১২.৪ ডিগ্রি