Weather Update: ঠিক দু’দিন পরই আসছে সাইক্লোন মন্থা, ফের ভাসবে বাংলা! জানুন আবহাওয়ার পুরো আপডেট
West Bengal Weather Update: কলকাতা ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট
কলকাতা: দুর্গাপূজা, কালীপূজা শেষ। উৎসবের মরশুম প্রায় শেষের পথে। কিন্তু বৃষ্টির মরশুম শেষ হল না এখনও। আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হল গভীর নিম্নচাপ। আর সেই নিম্নচাপ থেকেই জন্ম হবে ঘূর্ণিঝড় মন্থার। আর তার জেরে ফের একবার বৃষ্টিতে ভাসবে বাংলা! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার তৈরি হবে ওই ঘূর্ণিঝড়। আর সেটা অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাবে।
শনিবার সুস্পষ্ট নিম্নচাপ রাতের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে এবং রবিবার গভীর নিম্নচাপ পরিণত হবে অতি গভীর নিম্নচাপে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে জগদ্ধাত্রী পুজোয়। সোমবার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু লাগোয়া সাগরে ঘূর্ণিঝড়ের সঙ্কেত দেওয়া হয়েছে। তার জেরেই রাজ্যে হবে বৃষ্টি। শনিবার থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উপকূলে। আগামী সপ্তাহে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।
কলকাতা ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবারের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার সুস্পষ্ট নিম্নচাপ রাতের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে এবং রবিবার গভীর নিম্নচাপ পরিণত হবে অতি গভীর নিম্নচাপে।
আজ, শনিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে এদিন সারাদিনই শুষ্ক আবহাওয়া থাকবে।
কোন জেলায় কবে বৃষ্টি:
রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার রাতে ও মঙ্গলবার সকালে অর্থাৎ ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছএ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
বুধবার বৃষ্টির সম্ভাবনা হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয় জেলায়।
বৃহস্পতিবারও পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯২ শতাংশ।
