কলকাতা: সকাল থেকে মেঘলা আকাশ, ইলশেগুঁড়ি বৃষ্টি। কিন্তু গুমোট কিছুতেই কমছে না। গত কয়েকদিন ধরে এমনই দুর্ভোগ পোয়াচ্ছেন কলকাতাবাসী। এর মধ্যেই ফের তৈরি হয়েছে নিম্নচাপ। ওড়িষা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ওড়িষা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গে ঢুকছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি কমছে না। বরং এই নিম্নচাপের জেরে আবারও বাড়বে উত্তরবঙ্গজুড়ে বৃষ্টিপাত।
হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আগামী তিনদিন মাঝারি থেকে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি,কালিম্পংয়ে। তারপর ১৮ আগস্ট অর্থাৎ, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আলিপুরদুয়ার ও কোচবিহারে জেলায়। উত্তরবঙ্গের বাকি তিন জেলায় এমনই ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে, উত্তর দিনাজপুরে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। বুধবার এই বৃষ্টির বেগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে যথাক্রমে ৩০ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির আশেপাশে।
হাওয়া অফিস জানাচ্ছে, যেহেতু নিম্নচাপ এখন ওড়িষা উপকূলে অবস্থান করছে, তাই মঙ্গল ও বুধবার মাঝ সমুদ্রে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার হতে পারে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
১৮ আগাস্ট, বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ, ১৯ আগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে কোনও কোনও জেলায় বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও আশপাশের এলাকার জন্য আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। আরও পড়ুন: প্রায় ৩ বছর পর খুলল বাগরি মার্কেট, উদ্বোধনে ফিরহাদ-সুজিত বসু