Weather Update: এক দিকে ভাসিয়ে দিচ্ছে বৃষ্টি, আরেক দিকে তাপপ্রবাহ, উত্তরেই বাংলায় ভিন্ন চেহারা

Weather Update: ১০ নম্বর জাতীয় সড়ক পুরোই বন্ধ। সিকিমে যাঁরা ঘুরতে গিয়েছিলেন, আশঙ্কায় পর্যটকরা। দার্জিলিঙে চলছে ব্যাপক বৃষ্টি। এতো গেল উত্তরে এক দিক। আরেক দিকে চলছে তাপপ্রবাহ। মালদহ, দুই দিনাজপুরে ১৮ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা।

Weather Update: এক দিকে ভাসিয়ে দিচ্ছে বৃষ্টি, আরেক দিকে তাপপ্রবাহ, উত্তরেই বাংলায় ভিন্ন চেহারা
উত্তরবঙ্গে আবহাওয়ার দুটি ভিন্ন চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 4:53 PM

কলকাতা: উত্তর ভিজছে। আর জ্বলছে দক্ষিণবঙ্গ। তেতে পুড়ে একাকার হচ্ছে মানুষ। এখন সাধারণের মনে একটাই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে? চাতকের মতো তাকিয়ে সকলেই। উত্তরবঙ্গের একদিকে যখন বৃষ্টি চলছে, তখন উত্তরেই আরেকদিকে তাপপ্রবাহ জারি। জ্বলে যাচ্ছে চামড়া। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে অন্তত ২০ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। সেখানে হড়পা বানের জেরে ভেসে গিয়েছে পেগং। ১০ নম্বর জাতীয় সড়ক পুরোই বন্ধ। সিকিমে যাঁরা ঘুরতে গিয়েছিলেন, আশঙ্কায় পর্যটকরা। দার্জিলিঙে চলছে ব্যাপক বৃষ্টি। এতো গেল উত্তরে এক দিক। আরেক দিকে চলছে তাপপ্রবাহ। মালদহ, দুই দিনাজপুরে ১৮ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা।

দক্ষিণবঙ্গেও এখনও পিছু ছাড়ছে না তাপপ্রবাহ। ১৮ জুন পর্যন্ত ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পশ্চিমের জেলা তো আছেই, সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ১৯ জুনও পশ্চিমের ৫ জেলা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা।

তবে এই ঝটকা সামলে নেওয়ার পরই স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ জুনের মধ্যে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি পড়লে তাপমাত্রা এক ঝটকায় অনেকটাই কমার আশা করছেন আবহাওয়াবিদরা।