কলকাতা: সকাল থেকেই ট্রেলর দেখাতে শুরু করেছে আবহাওয়া। মেঘলা আকাশ, ভ্যপসা গরম দিয়ে সকালের শুরুটা। আর সকাল সাড়ে সাতটার পর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া (Weather Update)।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।
দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ, শুক্রবার আকাশ মেঘলা থাকবে। বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতেই। উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে গত তিনদিন থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। সঙ্গে রয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা, যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছেন দক্ষিণবঙ্গে।
তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল, শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বৃহস্পতিবারের পর থেকে জেলাগুলির পরিস্থিতিও কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার কিছুটা হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আমতা দু’নম্বর ব্লকে । খুব অল্প হলেও জল নামছে ধীরে ধীরে। ডিভিসি জল ছাড়ছে কম পরিমাণে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত তুলনায় কম হয়েছে। নতুন করে কোন এলাকার বাঁধ ভাঙার খবর নেই। যার ফলে বন্যার জল কমছে ক্রমশ।
খানাকুল থেকে জল নামছে। দারকেশ্বর, রূপনারায়ণ ও মুন্ডেশ্বরীর জলস্তর অনেকটাই কম। পুরশুড়ায় দামোদরের জলস্তর অনেকটাই কম। খানাকুলের প্রচুর শাখা-প্রশাখা নদ-নদী খাল-বিল গুলি সরাসরি রূপনারায়ণের সঙ্গে যুক্ত থাকায় খানাকুলের বন্যাকবলিত এলাকার জলস্তর নামছে। আরও পড়ুন: পুজোর পর ভোট হলে ভাগ্য নির্ধারণ ময়নাগুড়ি, ফালাকাটা পুরসভারও, কমিশনের কাছে তথ্য জমার প্রক্রিয়া শুরু