Weather Update: ফের পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা! কাল থেকে কোন কোন জেলায় বৃষ্টি?
Weather Update: পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের এই জেলাগুলিতে রবিবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, শনিবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এইসব জায়গায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই কারণে এই বৃষ্টি। কলকাতার ক্ষেত্রে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। রবিবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ।
পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের এই জেলাগুলিতে রবিবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় জেলায়। উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার সকালেও সামান্য কুয়াশা ছিল শহর কলকাতার বুকে। পরে পরিষ্কার হয়ে যায় আকাশ। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। প্রথম প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে দিনভর বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ ও মুজাফফরাবাদে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিম মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার পশ্চিমবঙ্গ,অসম হয়ে নাগাল্যান্ড পৌঁছেছে অক্ষরেখাটি। দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে ২৮ ফেব্রুয়ারি । যে ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রয়েছে, সেটি ক্রমশ পূর্বদিকে এগোচ্ছে।