কলকাতা: এল নিনো (El-Nino) নিয়ে আশঙ্কার মধ্যেই ফের দেশে স্বাভাবিক বর্ষার (Rain in West Bengal) পূর্বাভাস জানিয়ে রাখল মৌসম ভবন (Mausam Bhavan)। তবে এ বারের পূর্বাভাসেও থাকছে বেশ কিছু কাঁটা। আবহাওয়াবিদদের ইঙ্গিত বলছে, জুনে দেশে তো বটেই, সেই সঙ্গে বাংলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। পূর্বাভাস বলছে, জুন মাসে দুর্বল থাকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে জুলাই মাসে বর্ষা সক্রিয় হবে, তেমনই আশা করছেন আবহাওয়াবিদরা। চলতি বছরে গোটা বর্ষার মরশুম মিলিয়ে রাজ্যের বেশ কিছু জেলায় বর্ষার ঘাটতি থাকতে পারে। বিশেষ করে বাংলাদেশ লাগায়ো কিছু জেলায় বর্ষার ঘাটতি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে বর্ষার মরশুমে আমন ধানের চাষ নিয়ে উদ্বেগে থাকতে হবে চাষিদের।
অর্থাৎ, এখনও পর্যন্ত আবহাওয়ার যা মতি-গতি, তাতে জুন মাসে তুলনামূলকভাবে অনেকটাই কম বৃষ্টি হতে পারে বাংলায়। আর এই সময়টা আমন ধানের চাষের এক গুরুত্বপূর্ণ সময়। বৃষ্টির আকাল দেখা দিলে, ধান চাষ কীভাবে হবে তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। আর বেশি চিন্তা থাকছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কিছু জেলাতে। গ্রাম বাংলার একটি বড় অংশের মানুষ চাষ-বাস করেই জীবিকা নির্বাহ করেন। ফলে বৃষ্টির ঘাটতি দেখা দিলে তাঁদের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছেন অনেকে।
আবহাওয়াবিদদের অনুমান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল হওয়ার কারণে, গরম অনুভূতি অনেকটাই বেশি থাকতে পারে জুন মাসে। তবে জুলাই মাসে এই পরিস্থিতির অনেকটাই বদল হতে পারে বলে আশা আবহাওয়াবিদদের। আবহাওয়াবিদদের আশা, জুলাই মাসে সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু। উল্লেখ্য, সাধারণত ১ জুন বর্ষা ঢুকে পড়ে দেশে। তবে এবার কিছুদিন দেরিতে বর্ষা ঢুকছে কেরলে। পূর্বাভাস বলছে, আগামী ৪ জুন কেরলে বর্ষা ঢুকতে পারে। তবে জুন মাসে অনেকটাই দুর্বল থাকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।