কলকাতা: কথায় বলে বাঘ পালানো মাঘের শীত (Winter)। অথচ এখনও পৌষই কাটল না, বসন্তের হাওয়া খেলছে চারপাশে। তাপমাত্রাও চড়চড়িয়ে বাড়ছে। পৌষালী শনিবারে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়ে ফেলল। বাইরে বের হলে কপালে জমছে ঘামের বিন্দু। ঘরেও শীত পোশাকের দরকার পড়ছে না। তবে কি সত্যিই শীতকাল চলে গেল। হাওয়া অফিস বলছে, আগামী তিনদিন এমনই থাকবে আবহাওয়া (Weather Update)। এরপর সামান্য তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে সামান্য নামতে পারে তাপমাত্রার পারদ। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আরও পড়ুন: নাড্ডা পা রাখতেই ৩ টন ফুলের বর্ষণ, বর্ধমানে রাধাগোবিন্দের মন্দিরে ‘জয় শ্রী রাম’ নিনাদ!
শনিবার কলকাতায় সকালের দিকে সামান্য কুয়াশা আর আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই রোদের তাপে তেতে উঠেছে চারপাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমে যা এখনও অবধি সর্বাধিক। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।
আরও পড়ুন: কয়লা-কাণ্ডে সিবিআই দফতরে বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর
তবে ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, পদুচেরী-সহ সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী চার-পাঁচ দিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। শীতল দিনের সম্ভাবনা উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।