কলকাতা: আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা ভারী দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা শক্তি বাড়াতে চলেছে বলে সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে এলাকায় অবস্থান করবে। তারপর শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে যাবে। যার ফলে আগামী দু’দিন রাজ্যে দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে।
এই নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা-সহ কলকাতাতেও আগামিকাল অতিভারী বর্ষণের সম্ভবনা রয়েছে। এর ফলে ২৭ থেকে ৩০ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে বলে খবর। ২৭ জুলাই ভারী বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানে। ২৮ এবং ও ২৯ জুলাই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। ৩০ জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
পাশাপাশি আগামী ২৮-৩০ জুলাই সমুদ্রে মৎসজীবীদের যেতে মানা করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য কলকাতার দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে বলে জানিয়ে আবহাওয়া দফতর। এই পূর্বাভাস স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার আশঙ্কা বাড়াচ্ছে। মনে করা হচ্ছে, মাত্র একদিনের বৃষ্টি আগের বহু রেকর্ড ভেঙে দিতে পারে। আরও পড়ুন: ‘অজুহাত দেওয়া বন্ধ করুন’, অনাথ শিশুদের তথ্যে ‘গরমিল’! রাজ্যকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের