Weather Update: এই সুখ বেশিদিনের নয়! হাতে শুধু শনিবার, রবিবার থেকেই শুরু হবে অন্য খেলা

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 10, 2025 | 10:05 AM

Weather Update: প্রত্যেক বার মকর সংক্রান্তির সময় জাঁকিয়ে ঠাণ্ডা পড়ে। তাই অনেকেই আশা করেছিলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে কিছুটা উপভোগ করা যাবে। তবে এবার সেই আশা নেই।

Weather Update: এই সুখ বেশিদিনের নয়! হাতে শুধু শনিবার, রবিবার থেকেই শুরু হবে অন্য খেলা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসে শীতপ্রেমি বাঙালি একটু স্বস্তি পেয়েছেন। ভাবছেন শীত তাহলে পড়ল! শীতের লুকোচুরি খেলা কি তাহলে শেষ হল! আবহাওয়া দফতর বলছে অন্য কথা। লেপ-কম্বলে শীত উপভোগ করার জন্য হাতে আছে আর মাত্র একদিন। বাংলা জুড়ে যে শীতের আমেজ শুরু হয়েছে। শুক্রবার সকালে উঠে অনেকেই টের পেয়েছেন তাপমাত্রার পারদ নেমেছে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। গত ডিসেম্বরে যেভাবে তাপমাত্রার পারদ একটানা উপরের দিকেই ছিল, জানুয়ারিতে ঠিক তা হচ্ছে না। তবে এই ‘সুখ’ স্থায়ী হবে শনিবার পর্যন্ত। পূর্বাভাসেই বলা হচ্ছে সে কথা। রবিবার থেকে ঘুরবে খেলা।

জানা যাচ্ছে, নতুন ঝঞ্ঝার কোপে ফের উধাও হবে শীত। পৌষ সংক্রান্তিতেও এবার জাঁকিয়ে শীত পড়ার আশা নেই। প্রত্যেক বার মকর সংক্রান্তির সময় জাঁকিয়ে ঠাণ্ডা পড়ে। তাই অনেকেই আশা করেছিলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে কিছুটা উপভোগ করা যাবে। তবে এবার সেই আশা নেই।

শনিবার পর্যন্ত থাকবে ঠান্ডার আমেজ। রবিবার থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আকাশ থাকবে পরিষ্কার।

Next Article