Weather Update: দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, তাপমাত্রা পৌঁছাবে ৪০-এর ঘরে

Weather Update : পশ্চিমের চার জেলা - পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপ প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। এই চার জেলায় তাপমাত্রা চল্লিশের ঘরে পৌঁছে যেতে পারে।

Weather Update: দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, তাপমাত্রা পৌঁছাবে ৪০-এর ঘরে
কেমন থাকবে আবহাওয়া, জানাল আলিপুর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 5:18 PM

কলকাতা : চৈত্রের চাঁদিফাটা গরমে (Weather Update) নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তার সঙ্গে আবার তাপপ্রবাহের সতর্কতা। আগামী ৩১ মার্চ থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহ চলবে পশ্চিমের বেশকিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ১৫ দিন বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রাও মোটের উপর একই থাকবে রাজ্য। এ ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এদিকে পশ্চিমের চার জেলা – পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপ প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। এই চার জেলায় তাপমাত্রা চল্লিশের ঘরে পৌঁছে যেতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেই সঙ্গে আরও বলা হয়েছে, এখন কোনও নতুন ওয়েদার সিস্টেম নেই। শুধুমাত্র বিহারের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে সরাসরি উত্তরবঙ্গে। সেই কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকবে ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়ে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের তিনটি জেলায় – দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে।

উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হলেও আপাতত কোনও স্বস্তি মিলছে না দক্ষিণের জেলাগুলিতে। যেমন চাঁদিফাটা রোদ্দুর, আর ভ্যাপসা গরম ছিল কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে, তেমনটাই থাকবে। সেই সঙ্গে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। অর্থাৎ, সবমিলিয়ে শহরবাসীর জন্য চৈত্রের গরমের অস্বস্তি আরও বাড়বে আগামী কয়েকদিনে। এই পরিস্থিতিতে শরীরকে সুস্থ রাখতে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : Bagtui Massacre: মিহিলাল, সেকলালকে একসঙ্গে নিয়ে অস্থায়ী ক্যাম্পে ঢুকল সিবিআই, কীসের উত্তর খুঁজছেন কেন্দ্রীয় গোয়েন্দারা?