কলকাতা: রেমালের প্রভাব কাটতেই ফের শুরু হয়েছে গরমের দাপট। মঙ্গলবার থেকেই সূর্যের চওড়া হাসি দেখেছে দক্ষিণবঙ্গবাসী। আবারও সেই প্যাচেপ্যাচে গরম অনুভূত হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে যখন দাপট কমছে না উষ্ণতার উত্তরবঙ্গে সেই সময় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস।
হাওয়া অফিস বলেছে, অসমে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে ঝেঁপে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আগামী পাঁচদিন উত্তরের তিন জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। শুধু তাই নয়,আগামিকাল ও শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে, সিকিমে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বাড়তে শুরু করেছে তিস্তায়। মাল মহকুমার অন্তর্গত টোটগাঁও এলাকায় গ্রামের গা ঘেষে বইছে তিস্তার জল।
এ দিকে, দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দু-তিনদিনে আসছে কেরল ও উত্তর-পূর্ব ভারতে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু বজায় থাকবে ভ্যাপসা গরমের দাপট। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিকেই সঙ্গী করে চলতে হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাকে