Weather Update today: বাগদেবী বন্দনায় বজ্রপাতের বিপদ, আবার জারি হলুদ সতর্কতা, ১১ জেলায় ঢেলে বৃষ্টি

Today Weather Update:তবে আজ সকাল থেকই ঝলমলে রোদ দেখা দিয়েছে কলকাতায়। আকাশ কার্যত পরিষ্কার বললেই চলে। কিন্তু কতক্ষণ এই পরিস্থিতি থাকবে তা বলা যাচ্ছে না। আলিপুর হাওয়া অফিস রাজ্যের এগারো জেলা হলুদ সতর্কতা জারি করেছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ-কাল বৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা কলকাতাতেও।

Weather Update today: বাগদেবী বন্দনায় বজ্রপাতের বিপদ, আবার জারি হলুদ সতর্কতা, ১১ জেলায় ঢেলে বৃষ্টি
সরস্বতী পুজোয় কোথায় কোথায় বৃষ্টি?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2024 | 1:28 PM

কলকাতা: আজ সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইনস-ডে। এই পুজোর সঙ্গে বাঙালির আবেগ ওতপ্রতভাবে জড়িত। সেই আবেগেই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে যেন আবহাওয়া। তবে আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে আজ সকাল থেকই ঝলমলে রোদ দেখা দিয়েছে কলকাতায়। আকাশ কার্যত পরিষ্কার বললেই চলে। কিন্তু কতক্ষণ এই পরিস্থিতি থাকবে তা বলা যাচ্ছে না। আলিপুর হাওয়া অফিস রাজ্যের এগারো জেলা হলুদ সতর্কতা জারি করেছে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ-কাল বৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা কলকাতাতেও। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। আজ পুরুলিয়া,বাঁকুড়া,দুই বর্ধমান,বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও হালকা বৃষ্টি। ১৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জেলায়। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।  বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।