Saraswati Puja: বেহালায় এবার এক টুকরো ‘বৌদ্ধ মঠ’, শ্বেতাম্বরার আরাধনায় কিশোর সঙ্ঘ

Saraswati Puja: বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোয় মেতেছে গোটা বাংলা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে অঞ্জলির ধুম। শাড়ি, ধুতি পরে কেউ যাচ্ছেন স্কুলে, কেউ কর্মক্ষেত্রে। এবার মণ্ডপে অভিনবত্ব এনেছে বেহালার কিশোর সঙ্ঘ।

| Updated on: Feb 14, 2024 | 11:02 AM
সরস্বতী পুজো মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা বাঙালির আবেগ। দুর্গা পুজো শ্রেষ্ঠ উৎসব হলেও সরস্বতী পুজোর জন্য অপেক্ষা থাকে বছরভর।

সরস্বতী পুজো মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা বাঙালির আবেগ। দুর্গা পুজো শ্রেষ্ঠ উৎসব হলেও সরস্বতী পুজোর জন্য অপেক্ষা থাকে বছরভর।

1 / 6
সময়ের সঙ্গে সঙ্গে ধরন বদলেছে সরস্বতী পুজোর। এসেছে আধুনিকতার ছোঁয়া। তবু শাড়ি, খিচুড়ি খাওয়া, স্কুলে যাওয়া- এই সব আনন্দ আজও অমলিন।

সময়ের সঙ্গে সঙ্গে ধরন বদলেছে সরস্বতী পুজোর। এসেছে আধুনিকতার ছোঁয়া। তবু শাড়ি, খিচুড়ি খাওয়া, স্কুলে যাওয়া- এই সব আনন্দ আজও অমলিন।

2 / 6
সরস্বতী পুজোতেও এখন থিমের ছোঁয়া লেগেছে। বেহালার কিশোর সঙ্ঘের সরস্বতী পুজোয় এবার বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া।

সরস্বতী পুজোতেও এখন থিমের ছোঁয়া লেগেছে। বেহালার কিশোর সঙ্ঘের সরস্বতী পুজোয় এবার বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া।

3 / 6
বেহালার কিশোর সঙ্ঘে এবার ৪৯ তম সরস্বতী আরাধনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই পুজোর সূচনা হয়েছে।

বেহালার কিশোর সঙ্ঘে এবার ৪৯ তম সরস্বতী আরাধনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবারই পুজোর সূচনা হয়েছে।

4 / 6
বৌদ্ধ মঠের আদলে তৈরি হয়েছে মণ্ডপ।  মঞ্চ ভাবনা 'চার হাতের চমৎকার'।

বৌদ্ধ মঠের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মঞ্চ ভাবনা 'চার হাতের চমৎকার'।

5 / 6
শ্বেতাম্বরার আরাধনার সূচনা হয়েছে বৌদ্ধ মঠের পুরোহিতদের হাত দিয়ে।

শ্বেতাম্বরার আরাধনার সূচনা হয়েছে বৌদ্ধ মঠের পুরোহিতদের হাত দিয়ে।

6 / 6
Follow Us: