কলকাতা : রাজ্য থেকে কি এবার বিদায় নিচ্ছে শীত? আম বাঙালির মুখে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। লেপ, কম্বল কি সব এবার গুটিয়ে রাখতে হবে? তার উপর রাজ্য যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তা কি সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনেও প্রভাব ফেলবে? এমন অনেক কিছু প্রশ্নের জবাব খুঁজতেই আকাশ-পানে তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ – উভয় ক্ষেত্রেই আবহাওয়া (Weather in West Bengal) মূলত শুষ্কই থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তরের জেলাগুলিতে থেকে হালকা বৃষ্টি শুরু হবে। মূলত বেশি বৃষ্টি হবে ৪ ফেব্রুয়ারি (শুক্রবার)। ৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু’এক জায়গায় ভারী বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে । শনিবারও (৫ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতের তাপমাত্রা আগামী দিনে আরও দুই ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়া মূলত শুষ্কই থাকছে। দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হবে। এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদের মতো জেলাগুলির মতো কিছু জায়গায় বেশি বৃষ্টি হবে। ৫ ফেব্রুয়ারি বৃষ্টি আবার কমে যাবে দক্ষিণের জেলাগুলিতে।
কলকাতাতে ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সরস্বতী পুজোয় দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাবে। আগামী তিনদিনের দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা তিন ডিগ্রি বেড়ে যাবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। সে ক্ষেত্রে কুয়াশার কারণে লোকাল ট্রেনগুলি নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলার একটি সম্ভাবনা থেকে যাচ্ছে।