Mukul Roy: আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে মুকুল-মামলার রিপোর্ট পাঠাতে পারে বিধানসভা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 02, 2022 | 5:49 PM

West Bengal Assembly: বিধানসভা সূত্রে এখনও পর্যন্ত যা খবর, তাতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিষয়টি নিয়ে কিছু বলবেন না।

Mukul Roy: আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে মুকুল-মামলার রিপোর্ট পাঠাতে পারে বিধানসভা
তৃণমূল ভবনে মুকুল রায়। ফাইল ছবি।

Follow Us

কলকাতা : মুকুল রায় (Mukul Roy) বিধায়ক পদ খারিজ নিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিতে পারেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (West Bengal Assembly Speaker Biman Banerjee)। বিধানসভা সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে ৬৮ পাতার একটি পিটিশন জমা দেওয়া হয়েছিল। তা নিয়ে ইতিমধ্যেই বিধানসভায় ১২ টি শুনানি হয়ে গিয়েছে। এখন অপেক্ষা বিধানসভার অধ্যক্ষ সেই বিষয়ে কী সিদ্ধান্ত নেন। সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা। এদিকে বিধানসভা সূত্রে এখনও পর্যন্ত যা খবর, তাতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিষয়টি নিয়ে কিছু বলবেন না।

আগামী সপ্তাহেই রিপোর্ট যেতে পারে সুপ্রিম কোর্টে

জানা গিয়েছে, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টেরও বিচারাধীন, তাই বিধানসভার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ফলে, এই ১২ টি শুনানিতে মুকুল রায়ের আইনজীবীরা কী বলেছেন, শুভেন্দু অধিকারীর আইনজীবীরা কী বলছেন এবং দুই পক্ষের বক্তব্য শোনার পর বিধানসভা কর্তৃপক্ষ এই বিষয়ে কী ভাবছে – এই গোটা বিষয়টাই খামবন্ধ করে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবেন। আগামী সপ্তাহেই বিধানসভার সেই রিপোর্ট, সুপ্রিম কোর্টের কাছে জমা পড়ার কথা রয়েছে।

কী রয়েছে মুকুলের বিধায়ক পদের ভাগ্যে?

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল ভবনে দেখা গিয়েছিল মুকুল রায়কে। সেখানে তাঁকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অনুব্রত মণ্ডলের সঙ্গেও একসঙ্গে দেখা গিয়েছিল মুকুল রায়কে। কিন্তু এই সবের মধ্যও মুকুল রায়ের আইনজীবীদের বক্তব্য, মুকুল রায় বিজেপি ত্যাগ করেননি। অন্য কোনও দলেও যোগ দেননি। তিনি তৃণমূলের অনুষ্ঠানে সৌজন্যের খাতিরে গিয়েছিলেন। এর বেশি কিছুই নয়।

এদিকে সাম্প্রতিক অতীতে মুকুল রায় একাধিকবার এমন কিছু কথা বলতে শোনা গিয়েছে, যা প্রাথমিকভাবে অসংলগ্ন বলেই ধরে নেওয়া যায়। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ও সেই কথা স্বীকার করে নিয়েছেন। সংবাদ মাধ্যমের উদ্দেশে মুকুলের অসংলগ্ন কথা প্রসঙ্গে শুভ্রাংশু বলেছিলেন, তাঁর বাবা শারীরিকভাবে অসুস্থ। সেই কারণেই এই ধরনের অসংলগ্ন কথা বলছেন তিনি।

আরও পড়ুন : West Bengal BJP: পদ্মের শীর্ষ নেতাদের নজরে বঙ্গ বিজেপি, অধিবেশন শেষেই মোদী-শাহর সঙ্গে বৈঠকে বসতে পারেন শান্তনু

Next Article