Weather Latest Update: বঙ্গোপসাগরে আবার ফিরছে ‘সে’, শীত কি আদৌ পড়বে নভেম্বরে?
Weather Update: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস,নভেম্বরের ২৫ তারিখের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে শীতের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তবে তা নিয়ে পশ্চিমবঙ্গের কোনও চিন্তার কারণ নেই ।
কলকাতা: নভেম্বর পড়েছে। তবে ঠান্ডার লেশ মাত্র নেই। কবে পড়বে শীত? এখন শীতপ্রেমীদের মধ্যে উঠছে সেই প্রশ্ন। তবে এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক ওয়েদার থাকবে। কয়েকটি জেলার এক থেকে দু’জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস,নভেম্বরের ২৫ তারিখের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে শীতের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তবে তা নিয়ে পশ্চিমবঙ্গের কোনও চিন্তার কারণ নেই । কারণ এর প্রভাবে রাজ্যে কোনও রকম বৃষ্টিপাতের সম্ভবনা নেই। শুধুমাত্র তামিলনাড়ু ও শ্রীলঙ্কায় এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
অপরদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তর দিনাজপুর, কালিম্পং,মালদহে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সম্প্রতি দানার ঝাপটা কাটিয়ে উঠেছে বাংলা। দানার প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে ক্ষতি হয়েছে ধান চাষের। আর একটু পিছিয়ে গেলে দেখা যাবে, বর্ষাও দেরিতে ঢুকেছে রাজ্যে। এরই মধ্যে আবার শীতও দেরীতে আসার বার্তা আলিপুর আবহাওয়া অফিসের।