Howrah: ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মহামেডানের ফুটবলারের, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজ পুলিশের

Howrah: এদিন ভোরে পি কে চৌধুরী রোডের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে খেলার পাশাপাশি তিনি হাওড়া সিটি পুলিশে সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন।

Howrah: ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মহামেডানের ফুটবলারের, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজ পুলিশের
দেবাশিস প্রধানImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2024 | 10:44 PM

হাওড়া: ‘আত্মহত্যা’ করলেন কলকাতার ফুটবলার দেবাশিস প্রধান। ২০১৭-১৮ মরসুমে খেলেছেন মহামেডান ক্লাবের হয়ে। খেলতেন সইড ব্যাক পজিশনে। মহামেডান ছাড়াও শহরের বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ফুটবলপ্রেমীদের মধ্যে। পরিবার সূত্রে খবর, বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর সাতাশের ওই ফুটবলার। তবে মৃত্যু ঘিরে উঠছে একগুচ্ছ প্রশ্ন।

এদিন ভোরে পি কে চৌধুরী রোডের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, খেলার পাশাপাশি তিনি হাওড়া সিটি পুলিশে সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন। শিবপুর পুলিশ লাইনের টেলিকম ডিপার্টমেন্টে ছিল পোস্টিং। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। শোকে বিহ্বল মহামেডান স্পোর্টিং ক্লাবও। সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে শোকবার্তা। 

তবে আচমকা কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে। সে কারণেই মৃত্যু ঘিরে চলছে চাপানউতোর। ইতিমধ্যে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। চলছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের।